Hormone

মানব শরীরের গুরুত্বপূর্ণ ৮টি হরমোন ও তার অভাবজনিত সমস্যাসমূহঃ
১. Human Growth Hormone (HGH)
HGH হলো সবচেয়ে গুরুত্ব পূর্ণ হরমোন যা শরীরের প্রায় সকল কার্যক্রমকে অনায়াসেই সচল রাখতে প্রধান ভূমিকা রাখে।
 এই হরমোনের ভারসাম্যহীনতায়ঃ
 মানুষ বৃদ্ধ হওয়ার দিকে ধাবিত হয়।
 শিশু আবস্থায় মানুষ বুদ্ধি প্রতিবন্ধী হয় ।
 জন্ম থেকেই হাত / পা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হয়।
 রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ।
 শরীর ক্রমান্বয়ে দূর্বল হয় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায় ।
 হৃদপিন্ড, কিডনি ও ফুসফুস নষ্ট হয়ে যায় ।
 শরীরের মেদ/ ভুরি বেড়ে যায়।
 হাড় ক্ষয় জনিত রোগ হয়।
 চোখের দৃষ্টিশক্তি কমে যায়।
 স্মৃতি শক্তি কমে যায়।
 মানুষ বামন হয়ে থাকে।

দর্শক বন্ধুরা আজ আপনাদের জন্য প্রকাশিত হলো মানবদেহের গুরুত্বপূর্ণ হরমন গুলোর মধ্য অতীব প্রয়োজনীয় হরমোন মেলাটোনিন এর প্রয়োজনীয়তা সম্পর্কে। আপনারা চাইলে অগের পর্বগুরোও দেখে নিতে পারেন। এই লিংক দেখুনঃ
আজ প্রকাশিত হলো পর্ব-০৩ঃ থায়রয়েড (Thyroid) হরমোন
গলার সামনে অবস্থিত থাইরয়েড গ্লান্ড হতে এই হরমোন নিঃসৃত হয়। থায়রয়েড হরমোন মূলতঃ কোষ, টিস্যু, ও অঙ্গ- প্রতঙ্গের বিপাকক্রিয়া কে বজায় রাখে। অঙ্গ- প্রতঙ্গ ও টিস্যুর উন্নয়ন এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে।
 এই হরমোনের ভারসাম্যহীনতায়ঃ
 গলগন্ড ও টনসিলাইটিস রোগ হয়।
 ঠাণ্ডা জনিত রোগ হয় ।
 দাঁত ক্ষয়, দাতে ব্যাথা হয় ।
 মুখে দুর্গন্ধ ও ওড়াল ক্যান্সার মতো রোগ হয় ।
 হাঁপানি,অ্যালার্জি সহ বিভিন্ন্য চর্ম রোগ হয় ।
 অপ্রত্যাশিত ওজন বৃদ্ধি বা হ্রাস পায় ।
 হাত-পা ও শরীরের জ্বালা পোড়া, মাংশপেশী ও জয়েন্টে ব্যাথা এবং শরীরে পানি জমে যায়।
 উচ্চরক্তচাপ, লো-হার্টবিট, হাত-পা ঠান্ডা হয়ে যায় ।
 কন্ঠসর গভীর বা পরিবর্তন হওয়া ।
 কোষ্ঠকাঠিন্য বা প্রায়ই পেট খারাপ হয় এবং অর্শ, পাইলস, গেজ রোগ হয় ।
 হৃদরোগ হার্ট বড় হওয়া, হার্ট ছিদ্র হয়, হার্ট অকার্যকর হওয়া, বুক ধড়পড় করা।

No comments:

Post a Comment